মঙ্গলবার ● ৪ জুন ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » সনি নিয়ে এলো “ওয়াটারপ্রুফ” স্মাটফোন
সনি নিয়ে এলো “ওয়াটারপ্রুফ” স্মাটফোন
জাপানের ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সনি এবার নিয়ে এলো এক্সপেরিয়া জেডআর মডেলের ওয়াটারপ্রুফ (পানিরোধক) স্মাটফোন।এ বছরের জুনের মধ্যেই ফোনটি বাজারে আসবে বলে ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।দ্য ইনকারার মাধ্যমে এসব তথ্য পাওয়া যায়।সনি এক্সপেরিয়া সিরিজের এই ফোনটির নাম থাকছে সনি এক্সপেরিয়া জেডআর।এটি এক্সপেরিয়া জেডেরই একটি সংস্করণ।ফোনটিকে এক দশমিক পাঁচ মিটার পানির নিচে আধাঘণ্টা ডুবিয়ে রাখলেও কোনো ক্ষতি হবে না।এছাড়া ওই অবস্থায়ও ফোনটি দিয়ে এইচডি মানের ভিডিও রেকর্ড করা সম্ভব।এক্সপেরিয়া জেডের মতোই জেডআরের ক্যামেরা থাকছে ১৩ মেগাপিক্সেলের।তবে এই ফোনে স্ক্রিনের আকার ছোটো করে চার দশমিক ছয় ইঞ্চি করা হচ্ছে।কিন্তু এর দাম কতো হবে তা এখনো বলেনি সনি। ফোনটি চলবে এন্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সফটওয়্যারে।
মোঃহাসান